সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১
The Daily Post

ভরা মৌসূমে দেখা নেই বৃষ্টির দুশ্চিন্তায় সৈয়দপুরের কৃষকরা 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

ভরা মৌসূমে দেখা নেই বৃষ্টির দুশ্চিন্তায় সৈয়দপুরের কৃষকরা 

আমনের চাষ নিয়ে কপালে দুশ্চিন্তার ভাজ পরেছে সৈয়দপুর উপজেলার কৃষকদের। ভরা মৌসূমে বিদ্যুতের লোডশেডিং ও বৃষ্টি না হওয়ায় চরম হতাশায় রয়েছেন কৃষকরা। ফলে আমন ধান চাষ নিয়ে বিপাকে পরেছেন উপজেলার চাষিরা। এখন সেচের পানি একমাত্র ভরসা তাদের। 

সেচ, সার, কীটনাশকের দাম বৃদ্ধির কারণে এ বছর আমন চাষে বিঘা প্রতি বাড়তি খরচ প্রায় ৫/৬ হাজার টাকা। এ কারণে কৃষকরা ধান চাষ বাদ দিয়ে অন্য ফসল আবাদে ঝুঁকছেন অনেকে। 

উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মমতা শাহা বলেন, উপজেলার ৫টি ইউনিয়ন ১টি পৌরসভা এলাকায় চলতি মৌসূমে আমন চাষে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮,২০০ হেক্টর জমি। গত ২৮ জুলাই ২০২৩ পর্যন্ত রোপণ করা হয়েছে ৩,৩৫০ হেক্টর জমি। আমনের চারা রোপণে উপযুক্ত সময় আষাঢ়ের ১৫ তারিখ থেকে শ্রাবণের ১৫ তারিখ পর্যন্ত। বৃষ্টি না হওয়ার কারণে ক্ষেতে আগাছা ও পোকার আক্রমণ বেড়ে যাবে। এতে ভালো ফলন না হওয়ার সম্ভাবনা রয়েছে। 

কামারপুকুর ইউনিয়নের আইসঢাইল এলাকার কৃষক জয়নাল জানান সেচ, সার, তেল ও কীটনাশকের দাম বৃদ্ধি পাওয়ায় ধান উৎপাদনের খরচ বাড়লেও বিক্রি হচ্ছে কম দামে। তাই বেশির ভাগ কৃষক ধানের আবাদ বাদ দিয়ে শাক সবজি, ফলমূল, পটল, আলু, বেগুন, মরিচ ইত্যাদি আবাদের প্রতি ঝুঁকছেন। 

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষণ বলেন, এখন বেশির ভাগ কৃষক আমন চারা তৈরি করছে তবে খরা যদি চলতে থাকে তাহলে সেচ মালিকদের সঙ্গে বসে সেচ পানির খরচ কমানোর চেষ্টা করবেন।  

টিএইচ